আপিল বিভাগের চেম্বার কোর্টের সময়সূচির পরিবর্তন

নিজস্ব প্রতিবেদকঃ

সপ্তাহের তিন দিন যথাক্রমে রোববার, সোমবার ও বুধবার দুপুর আড়াইটা থেকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম চলবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন। ‘আপিল বিভাগের দৈনিক চেম্বর জজ শুনানির সময় পরিবর্তন সংক্রান্ত’ শীর্ষক বিজ্ঞপ্তির ভাষ্য মতে- প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য গত ২০ জানুয়ারি থেকে দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি এম, ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন।

Islami Bank

আরও পড়ুন… সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

one pherma

বিচারপতি এম, ইনায়েতুর রহিম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৩০ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর আড়াইটা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন।

ইবাংলা/এইচআর/২৭ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us