ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি

বিনোদন প্রতিবেদকঃ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির রাজধানীর বাসা থেকে অ্যাওয়ার্ড চুরি হয়েছে। এ বিষয়ে গুলশান থানায় অভিযোগ জানিয়েছেন এ সংগীতশিল্পী। বুধবার (২৬ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন গায়িকা ন্যান্সি। তিনি বলেন, ঈদের কয়েক দিন আগে বাসার সব কিছু গোছাতে গিয়ে খেয়াল করি আলমারি থেকে আমার অ্যাওয়ার্ড ও কিছু জুয়েলারি নেই। কে বা কারা যেন এটি নিয়ে গেছে।

আরও পড়ুন… ছয় বছর পর ‘প্রিয়তমা’র শুটিং করতে যাচ্ছেন শাকিব খান

এ প্রসঙ্গে ন্যানসি বলেন, আমার বাসায় তাহমিনা নামের মেয়েটির ঈদ পর্যন্ত কাজ করার কথা ছিল। কিন্তু ৫ এপ্রিল সে হঠাৎ জানায়, কাজ করতে পারবে না। কারণ হিসেবে তার অসুস্থতার কথা বলে। কিন্তু আমি চিকিৎসার জন্য সাহায্য করব বললেও তাহমিনা বিভিন্ন অজুহাতে কাজ ছেড়ে দেয়।’ মিনা হচ্ছে চলে যাওয়া ওই তাহমিনার বোন। বিষয়টি গুলশান থানার পুলিশকে জানানোর পর তারা জানতে পারে, আমার অ্যাওয়ার্ডটি তার বোন চুরি করেছে।

ন্যান্সি বলেন, পরে পুলিশ এ ব্যাপারে তাহমিনা ও তার স্বামীকে জিজ্ঞাসা করে। কিন্তু তারা এখনো অ্যাওয়ার্ডটি ফিরিয়ে দেয়া নিয়ে নানা বাহনা করছে। এ ব্যাপারে গুলশান থানার এসআই অনিন্দ জানিয়েছেন, চুরি হওয়ার বিষয়টি জানানো হয়েছে তাদের। তবে এখনো এ সংক্রান্ত কোনো মামলা হয়নি।

আরও পড়ুন… ভাবনার চিত্রকর্ম কিনলেন ফারিয়া

প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রজাপতি’ সিনেমায় ‘দুই দিকে বসবাস’ গানে কণ্ঠ দেয়ার জন্য শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ন্যান্সি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us