সুদানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

আন্তর্জাতিক ডেস্কঃ

ক্ষমতা দখলের লড়াইয়ে তীব্র শংঘর্ষ চলছে আফ্রিকার দেশ সুদানে। দেশটির সেনবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে চলছে যুদ্ধ। এরই মধ্যে আটকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। খাবার ও পানি সংকটে মানবেতর সময় পার করছেন তারা। এমন কয়েকজন প্রবাসী বাংলাদেশিরা সরকারের কাছে উদ্ধারের আবেদন জানিয়েছেন।

Islami Bank

আরও পড়ুন… সুদানে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ

এক ভিডিওবার্তায় বাঁচার আকুতি জানিয়ে কয়েকজন সুদান প্রবাসী বলেন, আমারা সবাই অনেক বিপদে আছি, একটি রুমের মধ্যে আমরা ১০-১২ জন আছি, খেয়ে না খেয়ে দিন পার করছি। এখানে কারেন্ট নেই, খাবার নেই, পানি নেই। খুবই কষ্টে আছি। ভিডিওবার্তায় তাদের উদ্ধারের অনুরোধ জানান সুদানে বাংলাদেশের দূতাবাসের কাছে।

এদিকে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর চালু করা হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে প্রত্যাবর্তনে ইচ্ছুক দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের দূতাবাসের হটলাইন নম্বরে দ্রুত যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

one pherma

আরও পড়ুন… সুদানে সেনা-মিলিশিয়ার সংঘাতে নিহত বেড়ে ২০০

দূতাবাস থেকে থার্ড সেক্রেটারি একরামুল হকের হোয়াটসঅ্যাপ নম্বর +২৩৪ ৯০৯ ৭৫৫ ১৭৯০ অথবা অ্যাডমিনিস্ট্রেডিভ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের +৮৮০১৭৩৭১২৫৩৪৯ এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইবাংলা/এইচআর/২৮ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us