পশ্চিমবঙ্গে বজ্রপাতে অন্তত ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঝড়-বৃষ্টি চলাকালীন বজ্রপাতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বর্ধমান জেলায় ৪ জন, মুর্শিদাবাদ জেলায় ৩ জন, পশ্চিম মেদিনীপুর জেলায় ৩ জন, হাওড়া জেলায় ৩ জন, উত্তর ২৪ পরগনা জেলায় ২ জন এবং ঝাড়গ্রাম জেলায় ১ জনের মৃত্যু হয়েছে।

গত কয়েক মাস ধরেই প্রায় বৃষ্টিহীন ছিল রাজ্যটির দক্ষিণবঙ্গের জেলাগুলো। কার্যত তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছিল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তাপমাত্রা কোথাও কোথাও পৌঁছে গিয়েছিল ৪৩ থেকে ৪৪ ডিগ্রি। প্রবল গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন।

আরও পড়ুন… নরওয়ের ১০ কূটনীতিককে মস্কো ছাড়ার নির্দেশ রাশিয়ার

এর মাঝেই বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রসহ কালবৈশাখীর ঝড় নেমে আসে। প্রবল ঝড়ে জেলার একাধিক জায়গায় বাড়ির ছাদও উড়ে যায়। বেশ কয়েকটি বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ায় চাষেরও কিছুটা ক্ষতি হয়েছে। তবে প্রচণ্ড দাবদাহের মাঝেই এই ঝড়-বৃষ্টি জেলাবাসীকে সাময়িক স্বস্তি দিয়েছে।

ইবাংলা/এইচআর/২৮ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us