নিজেদের ৫০০তম জয়ের লক্ষ্যে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাউলপিন্ডি অনুষ্ঠিত ম্যাচটিতে সফরকারিদের ৫ উইকেটে হারায় স্বাগতিকরা।
আরও পড়ুন… প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মেয়েদের দাপুটে জয়
টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৮৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪৮.৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটে এটি পাকিস্তানের ৫০০তম জয়।
ক্রিকেটের জনপ্রিয় এই ফরম্যাটে সবচেয়ে বেশি জয় আছে অস্ট্রেলিয়ার (৫৯৪)। তারপরই ভারতের (৫৩৯)। বৃহস্পতিবার তৃতীয় দল হিসেবে এই মাইলফলক স্পর্শ করল পাকিস্তান।
আরও পড়ুন… পয়েন্ট হারিয়ে পঞ্চম শিরোপা জয় কঠিন হয়ে গেল আর্জেন্টিনার
পাকিস্তানের জয়ের নায়ক ফখর জামান ওডিআইতে নিজের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ১১৪ বলে ১৩ চার ও এক ছক্কায় ১১৭ রানের ঝলমলে ইনিংস খেলে। গত জানুয়ারিতে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই করাচিতে ১০১ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত ফখর ছিলেন পরাজিত। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০তে এগিয়ে পাকিস্তান।
ইবাংলা/এইচআর/২৮ এপ্রিল ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.