পরিবর্তন হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম

নিজস্ব প্রতিবেদকঃ

নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘বন্দর, জাহাজ ও নৌপরিবহন মন্ত্রণালয়’ রাখার প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলেই বিষয়টি চূড়ান্ত হবে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

Islami Bank

মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম হালনাগাদের জন্য আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর রেজুলেশন করে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছি। এখন তা সচিব কমিটির মিটিংয়ে উঠবে।

আরও পড়ুন… সুদানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

one pherma

তিনি বলেন, বঙ্গবন্ধু যখন নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তখন মন্ত্রণালয়ের নাম ছিল ‌‘বন্দর, জাহাজ চলাচল ও নৌপরিবহন’। ১৯৮৬ সালে সেই নাম বদলে করা ‘নৌপরিবহন মন্ত্রণালয়’। এই নাম তো বন্দরের বিষয়টি কাভার করে না। অথচ মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে এক নম্বরে রয়েছে বন্দর। এর ফলে আগে যে নামটি ছিল সেটির আদলে নতুন নামকরণের প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পেলে নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হবে।

ইবাংলা/এইচআর/২৮ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us