কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

ইবাংলা ডেস্কঃ

বগুড়া-নওগাঁ মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বগুড়ার আদমদীঘির অদুরে ইন্দইল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন… ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ, ফিরছে প্রাণ

স্থানীয়রা জানান, শনিবার সকালে বাবা লোকমান আলীকে নিয়ে মোটরসাইকেলে আদমদীঘি মাদরাসায় আসছিলেন জাহিদুর। এ সময় আদমদীঘি অদুরে ইন্দইল ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলেনর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান বাবা লোকমান আলী। পরে আদমদীঘি হাসপাতালে নিলে শিক্ষক জাহিদুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

one pherma

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, ঘটনাস্থল থেকে কার্ভাডভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইবাংলা/এইচআর/২৯ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us