বিমান হামলা ঠেকাতে হামাসের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসেম ব্রিগেড বৃহস্পতিবার নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

Islami Bank

আরও পড়ুন… যুক্তরাষ্ট্রগামী তেলবাহী ট্যাংকার আটকে দিলো ইরান

ইসরাইলি বিমান হামলা প্রতিহত করে গাজার আকাশ শত্রু মুক্ত রাখতে এই ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। হামাসের এই ক্ষেপণাস্ত্রটি রুশ নির্মিত স্ট্রেলা ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ বলে মনে করা হচ্ছে। হামাসের বিশেষজ্ঞরাই এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছেন।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক শক্তি ক্রমেই বাড়ছে। প্রতিরোধ সংগ্রামীরা ২০১৪ সাল থেকে ১৪.৫ মিলিমিটারের বিমান বিধ্বংসী মেশিনগান ব্যবহার শুরু করার পর থেকে গাজার আকাশে ইসরাইলি হেলিকপ্টারের আগ্রাসন বন্ধ হয়েছে।

one pherma

আরও পড়ুন… পশ্চিমবঙ্গে বজ্রপাতে অন্তত ১৬ জনের মৃত্যু

এখন দখলদাররা জঙ্গি বিমানের সাহায্যে বোমা হামলা চালিয়ে থাকে। নতুন ক্ষেপণাস্ত্র বিমান ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে অনেকেই মনে করছেন।

ইবাংলা/এইচআর/২৯ এপ্রিল ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us