ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অন্যান্য অলংকার চুরির মামলায় গৃহকর্মী মোছা.তাহমিনা এবং তার স্বামী শাকিলকে একদিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

Islami Bank

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত এ আদেশ দেন।

এর আগে, এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর ছাদেক মিয়া দুই আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিদের পক্ষে অ্যাডভোকেট নাসিম গাজী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

আরও পড়ুন>> শুক্রবার দেশের হলে মুক্তি পাবে ‘পাঠান’

one pherma

বাদীপক্ষে গোপাল চন্দ্র সাহা এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, তাহমিনা ও রিপা ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। ন্যান্সির স্বামী শাকিল তাহমিনাকে প্রায় বাসা থেকে নিতো আসতো। তাহমিনা গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে চলে যায়। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যায়। এদিকে গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান আলমারিতে তার দুইটি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। যার মূল্য তিন লাখ ২১ হাজার টাকা।

এ ঘটনায় ন্যান্সির ভাই শাহরিয়া আমান সানি তিন জনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us