সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের কার্যদিবসে মূল্য সংশোধন হয়ে মঙ্গলবার সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

Islami Bank

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭০ পয়েন্টে অবস্থান করছে। ডিএস ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পড়ুন>> ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে

ডিএসইতে মোট ৩৩৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৮৮টি কোম্পানির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত আছে ২০১টির।

one pherma

ডিএসইতে মোট ৮৫১কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অপরদিকে বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৭২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ১০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৫ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৫০ পয়েন্টে অবস্থান করছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us