আগামীকাল বৃহস্পতিবার (৪ মে) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি। তবে এর মধ্যেও হজ ব্যবস্থাপনার সুবিধার্থে সীমিত পরিসরে এদিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার স্বার্থে ৪ মে সরকারি ছুটির দিন নির্ধারিত ব্যাংক সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
আরও পড়ুন>> ইউক্রেন গোয়েন্দা সংস্থার ৭ জনকে আটক করেছে রাশিয়া
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো।
চলতি বছর জুন মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। হজের প্রাক নিবন্ধন ইতোমধ্যে শেষ হয়েছে। টাকা জমা দেওয়াসহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। এজন্য হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটির দিনেও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.