শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে ইবি প্রশাসনের শোক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

 

Islami Bank

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা ও প্রয়াত ভাষাসৈনিক মরহুম এমএ ওয়াদুদের স্ত্রী রহিমা ওয়াদুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইবি ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

আরও পড়ুন…বাংলাদেশে আজ দেখা যাবে চন্দ্রগ্রহণ

one pherma

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা’র মৃত্যুতে শোক জানিয়েছেন। পৃথক-পৃথক শোক-বার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

উল্লেখ্য, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ শনিবার দুপুর ১২টায় রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইবাংলা/বায়েজীদ/৭ মে/ ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us