যুক্তরাজ্যে সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের যাত্রা শুরু

বাংলাদেশে ক্যান্সার রোগীদের মধ্যে সচেতনতা তৈরি ও তাদের চিকিৎসা সহায়তার জন্য চলতি বছরের ২৪ মার্চ ঢাকার একটি হোটেলে আত্মপ্রকাশ করে সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন। এবার যুক্তরাজ্যে ফাউন্ডেশনটির পথচলা শুরু হলো।

Islami Bank

গতকাল (রোববার) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে গালা ডিনারে ফাউন্ডেশনের চেয়ারম্যান সাকিব আল হাসান যুক্তরাজ্যে ক্যান্সার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেন।

এ সময় সাকিব তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই। এই মহতী উদ্যোগে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন>> হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পেলেন না জাহাঙ্গীর

one pherma

এদিন এক ভিডিও বার্তায় সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির বলেন, ‘আমরা চাইলে আমাদের চারপাশের ক্যান্সার রোগীদের বাঁচাতে পারি। আমি খুবই খুশী এই সংগঠনের সঙ্গে কাজ করতে পেরে।’

সাকিব আল হাসান ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। এছাড়া ছিলেন বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের সাবেক অধিনায়ক কাফি খান।

উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সাকিব-তামিমরা এখন ইংল্যান্ডে অবস্থান করছে। আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ সময় বিকেল ৩টায় সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us