রাজশাহীতে করোনায় ১২মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

>> রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৫ জন, নওগাঁর ৩, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ২ জন করে চারজন মারা গেছেন।

Islami Bank

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের মধ্যে ৬ জনের করোনা পজেটিভ ৫ জন উপসর্গ নিয়ে ও একজন নেগেটিভ হয়ে মারা গেছেন।

গেল ২৪ ঘন্টায় হাসপাতালটিতে ৪১ জন নতুন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীদের মধয়ে রাজশাহীর সংখ্যায় বেশি। আর হাসপাতালে ৩০৯টি করোনা শয্যার বিপরীতে ভর্তি আছেন ৩৪৯ জন।

হাসপাতালের ৩০ টি আইসিইউ বেডের মধ্যে করোনার জন্য নির্ধারিত করা হয়েছে ২২টি যার মধ্যে ১৮টি বেডে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে মোট ৩৬৭ নমুনা সংগ্রহ করে ১৬১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। যার সংক্রমণের ৪৩.৮৭ শতাংশ।

one pherma

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার চিকিৎসা নিয়ে গেল ২৪ ঘণ্টায় ৫১ জনকে ছুটি দেয়া হয়েছে। তবে রোগীর চাপ থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এরআগে বৃহস্পতিবার (১৭ জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়।

এদিকে মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়। বুধবার (১৬ জুন) জেলার করোনার পরিস্থিতি সবশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

মেয়র বলেন, জেলায় করোনা পরিস্থিতি এখনও অবনতির দিকে। আক্রান্ত ও মৃত্যুহার এখন ঊর্ধ্বমুখী। সে জন্য আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। <<

Contact Us