বিশ্বজুড়ে বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

করোনা মহামারি শুরুর পর থেকেই বিশ্বব্যাপি করোনার পরিসংখ্যান রাখছে ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার। এ ওয়েবসাইটে দেয়া সর্বশেষ  তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে।

Islami Bank

বুধবার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টার পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় বিশ্বে মৃত্যু হয়েছে ৬ হাজার ৭২০ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৭৪৫ জন। এর ঠিক একদিন আগেই মঙ্গলবার (২ নভেম্বর) , শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৯২৮ জন। এবং মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯৪৭ জনের।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৮২ লাখ ৫৩ হাজার ২০৮ জন ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২৮ হাজার ৪০ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৭৬২ জন।

সংক্রমণ এবং মৃত্যুর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৩০তম। তালিকায় শীর্ষে  অবস্থান করছে যুক্তরাষ্ট্র। বিশ্বের ক্ষমতাধর এ  দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৮৭৭ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৬৮ হাজার ৭৪০ জনের।

আক্রান্ত এবং মৃত্যুতে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা ভারতে  সংক্রমিত লোকের সংখ্যা  ৩ কোটি ৪৩ লাখ ৬ হাজার ১৭৭ জন ।  মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৯ হাজার ২০৩ জনের।

one pherma

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ২১ হাজার ১২৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৮ হাজার ১১৮ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯১ লাখ ৩০ হাজার ৮৫৭ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪০ হাজার ৯৬৪ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ৯৩ হাজার ২০০ জন। মারা গেছেন ২ লাখ ৪০ হাজার ৮৭১ জন। আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ইবাংলা/টিপি/ ২ নভেম্বর, ২০২১

Contact Us