আ.লীগ জনগণের জানমাল রক্ষার আন্দোলন করছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সরকার পতনের আন্দোলন করছে। আর আওয়ামী লীগ জনগণের জানমাল রক্ষার আন্দোলন করছে।

Islami Bank

আরও পড়ুন>> বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি: বাণিজ্যমন্ত্রী

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ওলামা লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সন্ত্রাস নয়, শান্তি চায়। বিএনপি ও তাদের দোসররা শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার করছে। তবে দেশের উন্নয়নে সারা বিশ্ব প্রধানমন্ত্রীর প্রশংসা করছে।

বিএনপিকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার চালায় বিএনপি। অথচ দেশের উন্নয়ন নিয়ে সারা বিশ্ব তার প্রশংসা করছে। সরকারের বিরুদ্ধে নানা হাঁকডাক দিলেও বিএনপি এখন পথহারা পথিক। বারবার বসেও আন্দোলনের রূপরেখা ঠিক করতে পারেনি তারা।

one pherma

তিনি বলেন, সরকারের সময় কখন শেষ হবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। এ দেশের নেতৃত্ব আগামী দিনে কারা দেবে তাও এ দেশের জনগণ ঠিক করবে।

আরও পড়ুন>>আন্তর্জাতিক বাজারে সোনার সর্বনিম্ন দর

বৈশ্বিক সংকটের কারণে দেশে চলমান যে সংকট, সেই সংকট থেকে খুব দ্রুত বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলেও এসময় মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us