বান্দরবানে ৩১ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন

আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে।

বান্দরবান প্রতিনিধি : কেবল শহর নয়, তৃণমূল পর্যন্ত উন্নয়ন পৌঁছে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

Islami Bank

আরও পড়ুন>>>বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি: বাণিজ্যমন্ত্রী

পার্বত্য মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে।

শনিবার (২০ মে) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে মন্ত্রী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সড়ক জনপদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে স্টেডিয়াম গ্যালারি নির্মাণ, সড়ক উন্নয়ন, পানি সরবরাহ প্রকল্প, টেকনিক্যাল ইনস্টিটিউট সহ মোট ১৩ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর দেন পার্বত্য মন্ত্রী।

one pherma

এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, সদস্য মোজাম্মেল হক বাহাদুর।

আরও পড়ুন>>>শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মোসলেম উদ্দিন, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসিন আরাফাত, জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/ আই এইচ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us