দুই ছেলেকে নিয়ে ‘মা’ দেখতে চান পরীমণি

পরীমণি অভিনীত ‘মা’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করেছেন পরীমণি। অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটি এ মাসেই ছবিটি মুক্তি পাবে। গতকাল ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হয়েছে ছবিটির।

Islami Bank

আরও পড়ুন>> সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩

এদিকে দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি সামনে রেখে পরিচালকের কাছে বিশেষ আবদার জানিয়েছেন পরীমণি। সামাজিক মাধ্যমে এই ছবিতে তার ছেলের চরিত্রে অভিনয় করা একরত্তি শিশুশিল্পীর ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘মা’ সিনেমার প্রধান এবং সর্বকনিষ্ঠ আর্টিস্ট ইনি। রাজ্য (পরীর ছেলে) তখন আমার পেটে। আর এই ছেলে বাচ্চাটার সঙ্গে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো, আমার কি ছেলে হবে! বাচ্চাটা কতো বড় হয়ে গেছে— আমার খুব দেখতে ইচ্ছা করছে। আমার পরিচালক অরণ্য আনোয়ার ভাইয়ের কাছে এই একটা চাওয়াটা থাকল। আমি আমার ছেলে এবং আমার এই পর্দার ছেলে, এই দুই ছেলেকে নিয়ে মা সিনেমার প্রথম শোটা দেখতে চাই। মা আসছে ২৬ মে প্রেক্ষাগৃহে।

one pherma

গেল মা দিবস উপলক্ষে (১৯ মে) ‘মা’ মুক্তির কথা থাকলেও এক সপ্তাহ পিছিয়ে ২৬ মে মুক্তি পাবে সিনেমাটি। অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

(ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন)

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us