ম্যানচেস্টার সিটির হ্যাটট্রিক শিরোপা জয়

পেপ গার্দিওলার অধীনে বেশ কয়েক বছর ধরেই ম্যানচেস্টার সিটি উড়ছে যেনো পক্ষীরাজ ঘোড়ার মত। প্রিমিয়ার লিগ শিরোপা জয়, চ্যাম্পিয়নস লিগ জয়, ট্রেবল জয়- কি নেই তাদের শিরোপা ঝুলিতে! ম্যানচেস্টারের এই ক্লাবটির শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হলো আরও এক পালক, তাও আবার প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচ বাকি থাকতেই। শনিবার রাতে নটিংহ্যাম ফরেস্টের কাছে আর্সেনালের হারই এমন গৌরবময় মুহুর্ত এনে দিয়েছে।

প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে শিরোপা লড়াই জমে উঠেছিল বেশ! প্রায় দেড় যুগ পরে নতুন কোচ মাইকেল আর্তেতার অধীনে লিগে চালকের আসনে ছিল আর্সেনাল। দীর্ঘ সময় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলে গানাররা। টানা কয়েক ম্যাচে পয়েন্ট খোয়ানোয় সিটির কাছে শীর্ষস্থান হারায় তারা।

আরও পড়ুন>> দুই ছেলেকে নিয়ে ‘মা’ দেখতে চান পরীমণি

শনিবার রাতে নটিংহ্যামের সাথে ম্যাচে ১-০ গোলে পরাজিত হয় আর্সেনাল। তাই শিরোপা জয় নিশ্চিত হবার অপেক্ষা আর দীর্ঘায়িত হল না আর্লিং হলান্ড-ডি ব্রুইনাদের। টানা ৮ ম্যাচে জয় ধরে রাখা গার্দিওলা শিষ্যরা লিগে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন ।

প্রিমিয়ার লিগকে ধরা হয় ফুটবলে বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্ট, আর এতে যেন একক রাজত্ব কায়েম করে চলেছে ম্যানসিটি। গত একযুগে সাতবার চ্যাম্পিয়ন হওয়া ক্লাবটি সবশেষ ৬ মৌসুমে চ্যাম্পিয়ন হল এ নিয়ে পঞ্চম বার।

প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হওয়ায় এবার ট্রেবল জয়ের দিকে আরও বেশি মনোযোগ দিতে পারবে হলান্ড-ডি ব্রুইনারা। এ শিরোপা জয় আগামী মাসে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অনুপ্রেরণা হিসেবেই কাজ করবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us