ঢাকা ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি টাকা চুরি!

নিজস্ব প্রতিবেদক

>> ঢাকা ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৪ কোটি টাকা উধাও। টাকা উধাও হওয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে প্রলিশ। তবে, এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি। মামলা হলে এটি দুদকে চলে যাবে। পুরো বিষয়টি দুদক তদন্ত করে দেখবে।

Islami Bank

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা উধাও ঘটনায় সিনিয়র ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার অপারেশন্স ইমরান আহমেদকে ৫৪ ধারায় আটক করেছে বংশাল থানা পুলিশ।

one pherma

বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে বিপুল অঙ্কের টাকা তাদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন বলে রাতে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেন।

এ অভিযোগের ভিত্তিতে ইমরান ও রিফাত নামে দুজনকে আটক করা হয়। তিনি বলেন, এ বিষয়ে এখনও মামলা হয়নি। মামলা হলে এটি দুদকে চলে যাবে। পুরো বিষয়টি দুদক তদন্ত করে দেখবে। বৃহস্পতিবার রাতে টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পেরে রাতেই ওই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বংশাল থানার ডিউটি অফিসার মাসুম বিল্লাহ। << ই বাংলা/ আইএইচ/ ১৮ জুন, ২০২১

Contact Us