নবাবগঞ্জে ট্রাকচাপায় শ্রমিক নিহত

ঢাকার নবাবগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় ইকবাল (১৩) নামে ঐ ট্রাকেরই এক শিশু শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলায় এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন>> ‘মুখস্থ বিদ্যা দিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দোহারের মৈনটঘাট থেকে বালু ভর্তি একটি ট্রাক নবাবগঞ্জে চন্দ্রখোলা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এসময় চালক ও অন্যান্য শ্রমিকরা লাফিয়ে নিজেদের রক্ষা করতে পারলেও ট্রাকের উপরে শুয়ে থাকা শ্রমিক ইকবাল ঐ ট্রাকের নিচেই চাপা পড়েন। শ্রমিকদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ইকবালকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

one pherma

নবাবগঞ্জ থানার ওসি তদন্ত আশফাক রাজিব জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us