গ্যাসলাইন  লিকেজে অগ্নিকান্ড : দগ্ধ ১ জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে উত্তর কাট্টলীতে গ্যাসলাইন  লিকেজের ফলে অগ্নিকান্ডে দগ্ধদের একজনের মৃত্যু হয়েছে। গ্যাসলাইন  লিকেজের ঘটনায় পুলিশ গত রাতে ভবনের মালিক মমতাজ মিয়াকে গ্রেপ্তার করে।

রাতে  চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাজেদা বেগমের মৃত্যু হয়। দগ্ধ আরো ৫ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো পরুন: গ্যাস লাইন লিকেজ, একই পরিবারের ৬জন দগ্ধ

একাধিকবার গ্যাস লাইন মেরামতের কথা বলা হলেও, কোনো ব্যবস্থা না নেয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ওই পরিবার। দুর্ঘটনার শিকার পরিবারের পক্ষ থেকে ভবন মালিক ও কেয়ারটেকারকে আসামি করে মামলা হয়।

এর আগে, গত বছরের ৮ই নভেম্বর একই বাসায় গ্যাস লাইনের লিকেজ হয়ে অন্য একটি পরিবারের ৯ জন দগ্ধ হয়। এদেরমধ্যে মৃত্যু হয় ৩ জনের। 

উল্লেখ্য,গত সোমবার রাতে চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকার একটি ভবনে গ্যাস লাইনের লিকেজে আগুন লেগে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইবাংলা/টিপি/ ৩ নভেম্বর, ২০২১

Contact Us