বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান শতাধিক নেতাকর্মী

জেলা প্রতিনিধি, বরিশাল

বানারীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল ইসলাম বাদলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। আওয়ামী লীগের গঠনতন্ত্র মেনেই তারা দলে যোগ দিয়েছেন।

Islami Bank

সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দিদিহার গ্রামের বটতলা এছিন ফকিরের বাড়িতে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মৃধার উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের হাতে ফুল দিয়ে তারা দলে যোগদান করেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।

one pherma

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এছাহাক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মন্জু মোল্লা, সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলাম মৃধা, বজলুর রহমান, মিজানুর রহমান মিঠু, সদ্য যোগদানকারী আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলাম বাদল, আবুল কালাম বালী, কাজল মেম্বার, যুবলীগ নেতা রাজু আহম্মেদ প্রমুখ।

বক্তারা দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে আগামী ১১ নভেম্বর সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধাকে বিজয়ী করার আহবান জানান।

 ইবাংলা/টিআর/০৩ নভেম্বর, ২০২১

Contact Us