ঋণের সুদ-আসল ফেরত না পেয়ে পুড়িয়ে দিলো ঘর বাড়ি

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে ছানোয়ার হাওলাদারকে লিবিয়া পাঠানোর উদ্দেশ্যে ওই পরিবারটি একই এলাকার জামাল মাতুব্বরের কাছ থেকে টাকা ঋণ নেয়।

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর :
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামে পাওনা টাকা ফেরত না পেয়ে আগুন দিয়ে ঘর-বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৯ জুন) দুপুরে মোশারফ হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন>>টাঙ্গাইলের কালিহাতীতে বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে ছানোয়ার হাওলাদারকে লিবিয়া পাঠানোর উদ্দেশ্যে ওই পরিবারটি একই এলাকার জামাল মাতুব্বরের কাছ থেকে টাকা ঋণ নেয়।

তখন কথা ছিল প্রতি মাসেই সুদের অর্থ প্রদান করতে হবে। কিন্তু গত কয়েক মাস ধরে সুদের টাকা দিতে না পারায় জামাল মাতুব্বর ক্ষিপ্ত হয়। এই বিষয় নিয়ে ঝামেলা চলছিল, এরই প্রেক্ষিতে দুপুরে জামাল মাতুব্বর তার লোকজন নিয়ে মোশারফ হাওলাদারের বাড়িতে হামলা করে।

এ সময় বাড়িতে মোশারফ হাওলাদার ও তার স্ত্রী বাড়িতে না থাকায় হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে মোশারফ হাওলাদারের ঘর-বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে তাদের যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়।

আরও পড়ুন>>নারায়ণগঞ্জে একসঙ্গে ৩ সন্তানের জন্ম, নাম রাখলেন স্বপ্ন-পদ্মা-সেতু

বেঁচে থাকার সকল অবলম্বন হারিয়ে পরিবারটি এখন সম্পূর্ণরূপে অসহায় হয়ে পড়েছে। এই ঘটনায় সুষ্ঠ তদন্ত করে দোষীদের উপযুক্ত বিচার দাবী করেন মোশারফ হাওলাদারের পরিবারের সদস্যরা।

ইবাংলা / জেএন / ১৯ জুন, ২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us