দাউদকান্দিতে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা আপন ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন।

Islami Bank

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার এসআই ব্রিলটন ঘোষ। এর আগে ঐ দিন দুপুরে উপজেলার কবিচন্দ্রদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের আল আমিন ও তার বড় বোন সালেহা বেগম এবং চাঁদপুরের আফারকান্দা গ্রামের রোকসানা আক্তার।

আরও পড়ুন>> আরও ২৮ জনের করোনা শনাক্ত

one pherma

আহতরা হলেন- অটোরিকশাচালক দাউদকান্দির তিনপাড়া গ্রামের শান্ত মিয়া, আফারকান্দা গ্রামের নাজমুল হাসান, তার স্ত্রী রীনা আক্তার ও তাদের মেয়ে নুসরাত।

এসআই ব্রিলটন ঘোষ জানান, চাঁদপুরের রহিমানগর থেকে জৈনপুরী পরিবহন নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। দুপুর ১টার দিকে দাউদকান্দির কবিচন্দ্রাদি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভাই-বোনসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, বাসটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে বাসের চালক এবং হেলপার পালিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us