ইউক্রেনের হাসপাতালে রুশ হামলা, নিহত ২

ইউক্রেনের পূর্বে ডিনিপ্রোর একটি হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত এবং ২৩ জন আহত হয়েছে। সেখানকার আঞ্চলিক গভর্নর এ তথ্য দিয়েছেন।

Islami Bank

আহত ২৩ জনের মধ্যে ২১ জন হাসপাতালে আছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা শঙ্কাজনক।

গভর্নর সেরহি লাইসাক বলেছেন, আহতদের মধ্যে তিন ও ছয় বছর বয়সী দুই ছেলেও রয়েছেন।

ইউক্রেনের প্রত্যাশিত পাল্টা আক্রমণের আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির ওপর রাশিয়ার হামলা আরও তীব্র হয়েছে।

আরও  পড়ুন>> দাউদকান্দিতে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কর্তৃপক্ষ হাসপাতাল থেকে অন্যান্যদের উদ্ধারে কাজ করছে।

one pherma

এর আগে লাইসাক বলেছিলেন, বৃহস্পতিবার রাতে ওই ইউক্রেনীয় অঞ্চলটিতে মিসাইল, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম দিয়ে আক্রমণ করেছে রুশ সেনারা।

তিনি বলেন, এটা খুবই ভয়ঙ্কর রাত ছিল। চারদিকে গোলাগুলির শব্দ শোনা গেছে। ওই সময় ডিনিপ্রোর জনগণ অনেক ভোগান্তিতে পড়েছিলেন।

ভলোদিমির জেলেনস্কি ক্ষতিগ্রস্ত ক্লিনিক ভবনের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে ঘটনাস্থলে কর্মরত অসংখ্য অগ্নিনির্বাপক কর্মীকে দেখা গেছে। এছাড়া হাসপাতালের ভবন থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়।

সূত্র : বিবিসি

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us