‘নবজাতক বিক্রি নয়, দত্তকে দিয়েছি’ নবজাতকের মা প্রিয়া

নিউ এশিয়া ক্লিনিকে ওই নবজাতকের মা মোছাঃ প্রিয়ার সাথে কথা বলে জানা গেছে, নবজাতক কে দত্তকে দেয়া হয়েছে তবে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কোন ঘটনা ঘটেনি।

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে টাকার বিনিময়ে নবজাতক শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর সেই টাকায় হাসপাতালের বিল পরিশোধ। এমন হৃদয় বিদারক ঘটনার অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে। একটি সাজানো নাটক।

Islami Bank

আরও পড়ুন>>স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে সিএনজি চালকের কারাদন্ড

শুক্রবার (২৬ মে) বিকালে নিউ এশিয়া ক্লিনিকে ওই নবজাতকের মা মোছাঃ প্রিয়ার সাথে কথা বলে জানা গেছে, নবজাতক কে দত্তকে দেয়া হয়েছে তবে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কোন ঘটনা ঘটেনি। হাসপাতাল কর্তৃপক্ষ এ সংক্রান্ত বিষয়ে কোন তথ্য জানেন না। আমরা শুধু হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে চলে এসেছি।

আমার শ্বশুরবাড়ির এক আত্মীয়ের দীর্ঘদিন যাবত কোন সন্তানাদি না হওয়ায় আমাদের সাথে তাদের কথা ছিল সন্তান হলে একটি সন্তান দিয়ে দিব। তিনি আরও বলেন,বর্তমানে দেড় বছরের একটি সন্তান আছে। আমরা হতদরিদ্র আমার স্বামী দিনমজুর। তাই সম্প্রতি ওই নবজাতককে আমরা আত্মীয়কে দত্তক (পালক) হিসেবে দিয়ে দিয়েছি।

এ ঘটনায় আমার ভাড়া বাড়িতে এলাকার কিছু লোকজন সাংবাদিক নিয়ে প্রবেশ করলে আমাকে হাসপাতাল সম্পর্কে কিছু মিথ্যা কথা বলতে বলেন, আমি বলতে রাজি না হওয়ায় আমাকে হুমকি দেয় এলাকার কয়েকজন।

পরবর্তীতে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করে আমি ওই সংবাদে জানতে পারি অনেক মিথ্যা কথা লিখা হয়েছে। প্রকৃতপক্ষে শ্রীপুরের নিউ এশিয়া হাসপাতাল কর্তৃপক্ষ দত্তক সম্পর্কে অবগত নন। এছাড়াও তদন্ত করতে উপজেলা থেকে ম্যাজিস্ট্রেট স্যার এসেছিলেন আমি স্যারকে বিস্তারিত কথাগুলো বলেছি।

one pherma

এছাড়াও ১৬ হাজার টাকা হাসপাতালে বিল এসেছিল,তাদেরকে অনুরোধ করায় তারা ১২হাজার টাকায় সিজারিয়ান কমপ্লিট করেছে। পৌর এলাকার সবুজবাগের বাবুল সরকারের ভাড়া বাড়িতে থাকেন রাসেল মিয়া ও প্রিয়া দপ্ততি।

আরও পড়ুন>>মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ২জনকে পিটিয়ে আহত

ওই বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা হালিমা বেগম বলেন, হাসপাতালের বিরুদ্ধে জোরপূর্বক মিথ্যা কথা বলানো হয়েছে। প্রিয়ার কোলে দেড় বছরের সন্তান উঠিয়ে দিয়ে ছবি তোলে নিয়ে গেছে,পরে আবার পেটের সেলাই ছিড়ে গেছে। পুনরায় হাসপাতালে গিয়ে সেলাই করতে হয়েছে। গরিব মানুষটাকে অনেক হয়রানি করতাছে এলাকার মানুষে।

শ্রীপুর নিউ এশিয়া ক্লিনিকের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, আমাদের হাসপাতাল সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর, প্রাইভেট হাসপাতাল তাই আমরা টাকা নিয়ে থাকি, তবে কারো গলা কেটে নয়। সরকার নির্ধারিত অনুযায়ী আমরা বিল নিয়ে থাকি। এছাড়াও দরিদ্র রোগীদের ক্ষেত্রে স্পেশাল ছাড় দেওয়া হয়।

আমাকে ও হাসপাতালকে জড়িয়ে যে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে প্রতিষ্ঠানকে মানহানি করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ ঘটনায় সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুবিচারের দাবি জানাই।

ইবাংলা/ বায়েজীদ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us