ওমেন বাংলাদেশ ‘কালিনারি কুইন ২০২৩’ সুস্মি

শখের রেসিপি নিয়ে রিয়েলিটি শো ‘কালিনারি কুইন ২০২৩’ বিজয়ী হয়েছেন সুমাইয়া আফরোজ সুস্মি।  বুধবার (৩১ মে) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে নবীন-প্রবীণ ২০০ রন্ধনশিল্পীর উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।  

ঢাকা : শখের রেসিপি নিয়ে রিয়েলিটি শো ‘কালিনারি কুইন ২০২৩’ বিজয়ী হয়েছেন সুমাইয়া আফরোজ সুস্মি।  বুধবার (৩১ মে) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে নবীন-প্রবীণ ২০০ রন্ধনশিল্পীর উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

Islami Bank

অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল নারীকেন্দ্রিক মিডিয়া এজেন্ট ডেইলি ওমেন বাংলাদেশ।  অনুষ্ঠানের শুরুতে রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর ওপর তথ্যচিত্র প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

আরও পড়ুন…মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন

টপ টেন রন্ধনশিল্পীদের মধ্যে থেকে সেরার মুকুট ছিনিয়ে নেন রন্ধনশিল্পী সুমাইয়া আফরোজ সুস্মি। প্রথম রানার আপ হন শর্মিলা ইসলাম তুলি, দ্বিতীয় রানার আপ  হন নাজমা বেগম।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সেলিব্রেটি রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী।  তিনি বলেন, ‘রান্না করবেন মায়ের মমতা দিয়ে। এধরনে রিয়েলিটি শো করার জন্য তিনি ‘ওমেন বাংলাদেশ’কে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন কালিনারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমা হুদা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, রন্ধনশিল্পী অনুষ্ঠানের জয়েন্ট কো-অর্ডিনেটর ও শখের রেসিপি ম্যাগাজিনের সম্পাদক হাসিনা আনছার, রন্ধন বিশেষজ্ঞ আফলাতুন নাহারসহ বিজ্ঞ বিচারক প্যানেল ও রন্ধন অঙ্গনের বিশিষ্টজনেরা।

one pherma

আরও পড়ুন…আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

অনুষ্ঠানে সেরা ১০০ জনকে নিয়ে বর্ণীল আয়োজনে ‘ওমেন বাংলাদেশ’ ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করা হয়।  অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডেইলি ওমেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বাবুল হৃদয়। তিনি এ ধরনের অনুষ্ঠান নিয়মিত করার কথা জানান।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উন্নয়ন ম্যাগাজিন ‘ওমেন বাংলাদেশ’র সম্পাদক রেহানা পারভীন।  অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওমেন বাংলাদেশ’র নির্বাহী সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী রিদওয়ানা আফরীন সুমী ও শিশু শিল্পী মাসিয়াত।  ‘কালিনারি কুইন ২০২৩’ গ্রান্ড ফিনালে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন উপস্থাপক চন্দ্রিমা দেয়া। অনুষ্ঠানটি স্পন্সর করেছে অগ্রণী ব্যাংক লিমিেটেড ও কো-স্পন্সরড বাই আফলাতুন নাহার’স কিচেন।

ইবাংলা/বায়েজীদ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us