‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বিতর্ক থামার আগেই ভারতে মুক্তি পেতে চলেছে আরও একটি বিতর্কিত সিনেমা। যার নাম ‘৭২ হুরাইন’।
গত রবিবার (৪ জুন) ছবিটির ফার্স্ট লুক টিজার প্রকাশের পর থেকেই নেটিজেনদের দাবি, আরও একটি ‘প্রোপাগান্ডা’ ছবি আসতে চলেছে।
ছবিটির টিজারে উঠে এসেছে ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার, হাফিজ সাইদের মতো কুখ্যাত ব্যক্তিদের কথা। ব্যাকগ্রাউন্ডে একজনের সংলাপে শোনা যাচ্ছে, ‘আপনি যে জিহাদের পথ বেছে নিয়েছেন, তা আপনাকে সোজা জান্নাতের (স্বর্গ) দিকে নিয়ে যাবে, কুমারী মেয়েরা চিরকাল আপনার থাকবে।’
আরও পড়ুন>> যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব
সিনেমাটির পরিচালক সঞ্জয় পুরাণ সিংয়ের দাবি, ‘দুষ্কৃতিকারীরা ধীরে ধীরে মনের মধ্যে বিষ ঢালেন, আর তাতেই সাধারণ মানুষ আত্মঘাতী জঙ্গীতে পরিণত হন। এই আত্মঘাতী জঙ্গীরা সন্ত্রাসবাদীদের মগজধোলাইয়ের শিকার। তারা এই ৭২ জন কুমারীর একটি মারাত্মক মায়াজালে আটকা পড়েন, আর ধ্বংসের পথে হাঁটা শুরু করেন, শেষ পর্যন্ত একটা ভয়ংকর পরিণতির মুখোমুখি হন।’
সিনেমাপ্রেমীরা বলছেন, ‘কাশ্মীর ও কেরালার পর নতুন আরেকটি প্রোপাগান্ডা ছবি হতে চলেছে এটি’। কেউ কেউ আক্ষেপের সুরে বলেছেন, ‘বলিউড তার জৌলুস হারিয়ে ফেলছে এসব ছবির কারণে।’
আগামী ৭ জুলাই মুক্তি পাবে ‘৭২ হুরাইন’ সিনেমাটি। যেখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পবন মালহোত্রা, আমির বশির, রশীদ নাজ প্রমুখ। প্রযোজনায় ছিলেন গুলাব সিং তানওয়ার, কিরণ ডাগর ও অনিরুদ্ধ তানওয়ার।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.