আবারও উপস্থাপনায় ভাইজান

বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানকে ফের দেখা যাবে উপস্থাপনায়। জানা গেছে ‘বিগ বস ওটিটি হিন্দি’ দ্বিতীয় সিজন উপস্থাপনা করবেন ভাইজান। এরই মধ্যে অনুষ্ঠানটি প্রচারের তারিখ ঘোষণা করেছেন বিগ বস সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Islami Bank

ধারণা করা হচ্ছে, আগের চেয়ে আরও বেশি এনগেজমেন্ট নিয়ে, আরও বড় করে আসতে যাচ্ছে এ শো। গসিপ, ড্রামা, ঘাত-প্রত্যাঘাত নিয়ে জমে উঠবে এবারের সিজন। এরই মধ্যেই যা প্রিমিয়ারের জন্য প্রস্তুত। প্রথম সিজনের মতোই ‘বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনও টিভির থেকে দৈর্ঘ্যে ছোট হবে। অনুষ্ঠানটি চলবে এবং বিখ্যাত দশজন ব্যক্তিত্বকে বন্দি হতে হবে বিগ বসের বাড়িতে।

one pherma

আরও পড়ুন: রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে প্রসাধনী ব্যবসায়ী

আরও জানা গেছে, জিয়া শঙ্কর, রাজীব সেন, মুনাওয়ার ফারুকি, শিবম শর্মা, উমর রিয়াজ, আওয়েজ দরবারের মতো ব্যক্তিত্বরা প্রতিযোগিতায় নাম লেখাবেন। অনুষ্ঠানটি দেখা যাবে জিও সিনেমাস ও ভুট সিলেক্টে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us