আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বাদাখশান প্রদেশের ফৈজাবাদে বিস্ফোরণটি ঘটে। খবর আনাদুলু এজেন্সির।
স্থানীয় সম্প্রচারকারী টোলো নিউজের মতে, বাদাখশান প্রদেশের রাজধানী শহর ফৈজাবাদের একটি মসজিদে বিস্ফোরণটি ঘটে, যেখানে তালেবান কর্মকর্তারা নিহত ডেপুটি গভর্নরের জন্য শোক প্রার্থনার জন্য জড়ো হয়েছিল, যিনি বুধবার বিস্ফোরণে নিহত হন।
আরও পড়ুন>> লোডশেডিং: পানি কম ব্যবহার করতে ওয়াসা এমডির পরামর্শ
টোলো নিউজ অনুসারে, একটি স্থানীয় হাসপাতাল প্রশাসন হতাহতের পরিসংখ্যান নিশ্চিত করে জানিয়েছে, মৃত ও আহতদের বেশির ভাগকেই স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এর আগে স্থানীয় তালেবান কর্মকর্তা মোয়াজুদ্দিন আহমাদিও বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা স্পষ্ট নয়।
এদিকে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
এর আগে মঙ্গলবার আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমেদ আহমাদি একটি গাড়িবোমায় তার চালকসহ নিহত হন। সেই ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।
তালেবানের ডেপুটি গভর্নর ও তার গাড়িচালক নিহত হওয়া হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএসআইএস)।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.