শেরপুরে বজ্রপাতে মাদরাসাছাত্রসহ নিহত ২

শেরপুরে পৃথক দুই বজ্রপাতের ঘটনায় এক মাদরাসাছাত্রসহ প্রাণ হারালেন দুজন।

শুক্রবার (৯ জুন) দুপুরে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষিণ গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে ও গণপদ্দী ইউনিয়নের বরইতার গ্রামে ঘোড়ামারা নদীর পাড়ে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুটেরচর জোনাব আলী দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছাব্বির মিয়া (১৬) এবং বরইতার গ্রামের কৃষক শিপন মিয়া (৪৫)।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতার জন্য দিশেহারা: পানিসম্পদ উপমন্ত্রী

চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী জানান, বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলছিল ছাব্বির। এসময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গণপদ্দী ইউনিয়নের চেয়ারম্যান শামছুর রহমান আবুল জানান, বৃষ্টির মধ্যে শিপন গরু আনতে ঘোড়ামারা নদীর পাড়ে যায়। এসময় অকস্মাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us