বরগুনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

বরগুনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার চুনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটাগামী আনোয়ার পরিবহনের সঙ্গে ঢাকাগামী বিজয় পরিবহনের মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় দুই গাড়িতে থাকা অন্তত ২৫ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: শেরপুরে বজ্রপাতে মাদরাসাছাত্রসহ নিহত ২

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহা বিনতে ফারুকী বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us