সুদানে জাতিসংঘ দূত ভলকার পার্থেসকে অবাঞ্ছিত ঘোষণা

সুদানে চলমান সংঘাতের মধ্যেই জাতিসংঘ মিশনের প্রধান ভলকার পার্থেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দেশটির সেনা সমর্থিত কর্তৃপক্ষ। সংঘাত উসকে দেওয়ার অভিযোগে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। খবর-আল জাজিরার।

Islami Bank

কয়েক সপ্তাহ আগেই সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান জাতিসংঘ দূতের বিরুদ্ধে সংঘাত উসকে দেয়ার অভিযোগ আনেন এবং তার অপসারণ দাবি করেন।

আরও পড়ুন: বরগুনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

এরপর বৃহস্পতিবার (৮ জুন) সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়, সরকার জাতিসংঘ মহাসচিবকে অবহিত করে ঘোষণা করছে যে, ‘আজ থেকে ভলকার পার্থেসকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’

তবে অবাঞ্ছিত ঘোষণা করা হলেও জাতিসংঘ মিশনে তার কাজ চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

one pherma

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান পার্থেসের ওপর দোষ চাপিয়ে যে চিঠি দিয়েছেন, তাতে তিনি দুঃখ পেয়েছেন।

আরও পড়ুন: ৮০ হাজার টাকা বেতনে চাকরি দেবে ওয়ার্ল্ড ভিশন

প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলের মাঝামাঝি অনেকটা হঠাৎ করেই সুদানে সংঘাত ছড়িয়ে পড়েছে। দেশের ক্ষমতার একচেটিয়ে দখলে লড়াই করছে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এ সংঘাতের কারণে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৮০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার। অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছে ৪ লাখের বেশি বেসামরিক নাগরিক। ১২ লাখের বেশি মানুষকে খার্তুম ও অন্যান্য শহর থেকে বিতাড়িত হয়েছে। কমপক্ষে ১ লাখ ৭৫ হাজার মানুষ মিশরে আশ্রয় নিয়েছে।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us