সার্জেন্ট পদে সুপারিশপ্রাপ্ত হলেন কুবির ৮ শিক্ষার্থী

বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে চলতি বছর ২০২৩ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন বিভাগের মোট ৮ জন শিক্ষার্থী।

Islami Bank

বৃহস্পতিবার (০৮ জুন) বাংলাদেশ পুলিশ বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আরও পড়ুন>> ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১৫৬

এ তালিকায় রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী মো. ইমতিয়াজ শাহরিয়া ভূঁইয়া, লোক প্রশাসন বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী কামরুল হাসান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ইমরান মাহমুদ জীবন,

one pherma

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হরিৎ ও একই বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী নাজমুল অভি, নৃবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী সাব্বির আহম্মেদ চৌধুরী, অর্থনীতি দশম ব্যাচের শিক্ষার্থী আলাউদ্দিন মাহমুদ এবং মার্কেটিং বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী নাজমুল লিংকন চৌধুরী।

নিজের সফলতার অনুভূতি ব্যক্ত করে ইমতিয়াজ শাহরিয়া বলেন, কুবি থেকে যারা সার্জেন্ট পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ। সবার নিকট দোয়া চাই যাতে করি আমি ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।

নিজের অ্যাকাডেমিক মেধাকে কাজে লাগিয়ে মানুষের সেবাকে আরও সহজ এবং প্রযুক্তি নির্ভর করতে চাই। ভবিষ্যতে প্রচেষ্টা থাকবে বিসিএস দিয়ে পুলিশ ক্যাডারে জয়েন করার।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us