কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী: ডেপুটি স্পিকার

কৃষিতে আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের ফলে প্রতি বিঘা জমিতে ২৫ মণের অধিক ধান আবাদ সম্ভব হচ্ছে। নতুন নতুন জাত মাঠে ছড়িয়ে দিতে কৃষিবিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করছেন।

Islami Bank

শুধু তাই নয়, কৃষিতে জাতির পিতার দর্শন ও ভাবনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, গবেষণাগার তৈরি ও গবেষণার কাজে অর্থ বরাদ্দ দিয়ে কৃষিতে এ বিপ্লব ঘটিয়েছেন। এসব কথা বলেছেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

আরও পড়ুন: বরিশালে অধিক ঝুঁ‌কিপূর্ণ কেন্দ্র ১০৬টি

শনিবার (১০ জুন) পাবনার সাঁথিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

one pherma

তিনি আরও বলেন, দেশের প্রয়োজনীয় পেঁয়াজ-রসুনের চাহিদা অনেকটাই পূরণ হয় পাবনা জেলা থেকে। মসলাজাতীয় এ ফসলটির উৎপাদন আরও বৃদ্ধি করতে ও দেশীয় পদ্ধতিতে সংরক্ষণে কৃষকদের নিয়মিত সহায়তা করে আসছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশের একটি। উৎপাদন আরও বৃদ্ধি করে দেশে পেঁয়াজের আমদানিনির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করে যাচ্ছে কৃষি মন্ত্রণালয়।

আরও পড়ুন: আর্চারিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা খোকন ও মোছা. সেলিমা সুলতানাসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/জেএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us