দীর্ঘ ২৩ বছর পলাতক থাকার পর রাজধানীর ডেমরা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মো. আলতাফ ওরফে টুকু আলী শেখ (৭০)।
রোববার (১১ জুন) এই তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
আরও পড়ুন: বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু
তিনি জানান, শনিবার (১০ জুন) রাতে ডেমরা থেকে মো. আলতাফ ওরফে টুকু আলী শেখকে গ্রেফতার করা হয়। আলতাফের বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকূপা থানায় ২০০১ সালে একটি হত্যা মামলা হয়। এরপর থেকেই তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। সবশেষ মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২৩ সালের মে মাসে আলতাফকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় র্যাবের এ কর্মকর্তা।
ইবাংলা/জেএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.