তুরস্কে যাচ্ছেন নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়ার কাজের জায়গাটা বেশ প্রসারিত। দুই বাংলার চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনেও দ্যুতি ছড়ান তিনি। কাজের খাতিরে হরহামেশাই বিদেশ বিভূঁইয়ে যেতে হয় ফারিয়াকে। এবার এ নায়িকা উড়াল দিচ্ছেন তুরস্কে। তবে কাজের সূত্রে নয়।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ফারিয়া বলেন, ‘আমার ভক্ত দর্শকের জন্য সুখবর হচ্ছে, আগস্ট থেকে নতুন সিনেমার কাজ শুরু করছি। তার আগে আমি তুরস্ক যাব। সেখানে ঘুরে বেড়ানো শেষে দেশে ফিরে এসে আমি নতুন সিনেমার জন্য প্রস্তুতি নেব। আশা করছি নতুন সবগুলো কাজ ভালো হবে।’

আরও পড়ুন>> শুরুতেই ফিরলেন ওপেনার জাকির হাসান

তিনি আরও বলেন, ‘গেল কয়েকদিন কলকাতা ছিলাম। সেখানে একটি নতুন বিজ্ঞাপনের শুটিং করেছি। ঢাকায় ফিরেই আজ থেকে নতুন একটি বিজ্ঞাপনের কাজ করব। এ ছাড়াও আরও কয়েকটি বিজ্ঞাপনের কাজ আছে। সেগুলো বিস্তারিত পরে জানাব।’

এদিকে সম্প্রতি ঝড় তুলেছেন নুসরাত ফারিয়া। ঈদে মুক্তিপ্রতিক্ষীত ‘সুড়ঙ্গ’ছবিতে আইটেম গার্ল হিসেবে নেচেছেন তিনি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে গানটি। নেটজেনদের হৃদস্পন্দন উঠে গেছে এ গানে ফারিয়াকে দেখে।

ইবাংলা/এসআরএস 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us