নাইজেরিয়ায় নৌকাডুবিতে শতাধিক প্রাণহানি

কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি অজয় বলেছেন, এ পর্যন্ত আমারা ১০৩ জনের মৃতদেহ পেয়েছি এবং একশরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ নাইজেরিয়ার নৌকাডুবির ঘটনায় শতাধিক প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে মধ্য নাইজার নদীতে এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার এক প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

Islami Bank

আরও পড়ুন>>ফের জম্মু-কাশ্মীরে ভূমিকম্প

প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, নাইজার নদীতে একটি নৌকা বিয়ের অতিথিদের বহন করছিল।

অতিথিরা মধ্য নাইজেরিয়ার নিকটবর্তী নাইজার রাজ্যের একটি অনুষ্ঠান থেকে কোয়ারা রাজ্যে ফিরছিলেন।

কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি অজয় বলেছেন, এ পর্যন্ত আমারা ১০৩ জনের মৃতদেহ পেয়েছি এবং একশরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।

one pherma

তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। কোয়ারা রাজ্য গভর্নরের কার্যালয় মৃতের সংখ্যার বিষয়ে কিছু উল্লেখ করেনি।

তবে নৌকাযাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল বলে জানিয়েছে। উল্লেখ্য, নাইজেরিয়ায় যাত্রী বোঝাইয়ের কারণে নৌকা উল্টে যাওয়ার ঘটনা খুবই সাধারণ বিষয়।

আরও পড়ুন>>তুরস্কে যাচ্ছেন নুসরাত ফারিয়া

নৌকা ডুবে যাওয়ার এটি সর্বশেষ ঘটনা। গত মাসে দেশটির সোকোতো রাজ্যে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১৫ শিশু ডুবে গেছে। নিখোঁজ হয়েছে আরো ২৫ জন।

ইবাংলা/ বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us