স্বস্তিতে প্রথম দিন শেষ করলো টাইগাররা

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ। যেখানে সফরকারীদের চাপে রেখে স্বস্তিতে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

Islami Bank

এদিন শুরুতেই উইকেট হারালেও দিনের শেষ বেলাটি নিজেদের করে নিয়েছে লিটন দাসের দল। মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজের ৭২ রানের জুটিতে ৩৬২ রানে দিন শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। প্রায় চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি দুই দল।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। অভিষিক্ত নিজাত মাসুদের করা প্রথম ডেলিভারিতেই উইকেটকিপারের গ্লাভসে ধরা পড়েন ১ রান করা জাকির। শুরুর এই ধাক্কা সামলে প্রথম সেশন নির্বিঘ্নে পার করেন জয় ও নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন>> ওয়ানডে মেজাজে শান্তর দারুণ সেঞ্চুরি

দিনের প্রথম সেশনেই ৫৮ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন শান্ত। আর দ্বিতীয় সেশনে ফিফটির দেখা পান জয়। ইনিংসের ৩৫তম ওভারের শেষ বলে দৌড়ে ৫ রান নিয়ে ফিফটি পূরন করেন তিনি। তার ফিফটির সময় অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী হন ক্রিকেটভক্তরা।

one pherma

জহিরের করা সেই বলটি কাট করে থার্ড ম্যান অঞ্চলে পাঠান জয়। দৌড়ে সহজেই ২ রান নেন তিনি ও শান্ত। এ সময় ওভার থ্রো হলে আরো এক রান নেন দুজন। আফগান ফিল্ডারদের ব্যর্থতায় আরেকটি ওভার থ্রো আসে। যার ফলে আরো ২ রান নেন তারা। এর মাঝে ফিফটিও পূরণ করেন টাইগার ওপেনার।

এর একটু পরই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান শান্ত। হামজার বলে সিঙ্গেল নিয়ে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। সেঞ্চুরি করতে ১১৮ বল খেলেন এ ব্যাটার। তার মতো সেঞ্চুরির পথে ছিলেন জয়ও। তবে ব্যক্তিগত ৭৬ রানে রহমত শাহের স্পিনে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন এ ওপেনার।

তৃতীয় সেশনের শুরুতেই ফেরেন মুমিনুল হক। এ ব্যাটার ১৪ রানের বেশি করতে পারেননি। তার কিছু পরে মাসুদের বলে বোল্ড হয়েছিলেন শান্ত। তবে নো বলের কল্যাণে জীবন পান তিনি। অবশ্য এরপর আর ৩ রান যোগ করতে পারেন এ ব্যাটার। শেষ পর্যন্ত আউট হন ১৪৬ রানে।

শেষ বিকেলে বাংলাদেশের হতাশা বাড়ান লিটন দাস। জহির খানের বলে পরাস্ত হন তিনি। স্লিপে ইব্রাহিম জাদরানের তালুবন্দী হওয়ার আগে করেন মাত্র ৯ রান।

ইবাংলা/এসআরএস 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us