‘রক্তজবা’ নিয়ে ফিরছেন তিশা

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অনেকদিন ধরেই অভনয়ে অনিয়মিত। কন্য ইলহামের পৃথিবীতে আসা উপলক্ষে পেশাগত জীবন থেকে দূরে ছিলেন তিনি। বিরতি ভেঙেছিলেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণার কাজে। এবার তিশা ফিরছেন অভিনয় দিয়ে।

Islami Bank

এবার ঈদে একটি ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে তিশা অভিনীত ওয়েব সিনেমা ‘রক্তজবা’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

আরও পড়ুন>> হোয়াটসঅ্যাপের দুই অ্যাকাউন্ট চালানো যাবে এক ফোনেই

‘রক্তজবা’নির্মাণ করেছেন নিয়ামুল মুক্তার। একটি চিঠিকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্প। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি আসে। ওই চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান এক যুগ আগে। অতীত ও চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচন হতে থাকে নানা রহস্য।

one pherma

তিশা-রাজ ছাড়াও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবীশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জ্বল কবির হিমু, অপু প্রমুখ।

‘রক্তজবা’নিয়ামুল মুক্তারের দ্বিতীয় সিনেমা। তার নির্মিত প্রথম সিনেমা ‘কাঠবিড়ালি’। এতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, আসাদুজ্জামান আবীর, সাইদ জামান শাওন, শিল্পী সরকার অপু, একে আজাদ সেতু, শাহরিয়ার ফেরদৌস সজীব, হিন্দোল রায়, তানজিনা রহমান প্রমুখ।

ইবাংলা/এসআরএস 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us