রোববার নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক একক অঙ্কের সুদের যে সীমা দেওয়া আছে তা তুলে নিয়ে রোববার একটি সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করবে।

Islami Bank

শনিবার কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সাধারণত মুদ্রাস্ফীতি কমাতে এবং অর্থনীতিতে প্রবাহিত অর্থের মাত্রা কমাতে সংকোচনমূলক মুদ্রানীতি ব্যবহৃত হয়।

আরও পড়ুন>> ৫ বছরে সর্বোচ্চ তেল রপ্তানি ইরানের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার রোববার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে ২০২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) নীতিগত বিবৃতি প্রকাশ করবেন।

one pherma

অনুষ্ঠানে বিএফআইইউ প্রধান, ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি এবং কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য তৈরি করতে মুদ্রানীতি প্রণয়ন করে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঋণে বিদ্যমান ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দিয়ে নতুন ব্যবস্থা চালু করবে কেন্দ্রীয় ব্যাংক। নতুন অর্থবছরের প্রথম মাস ১ জুলাই থেকে এই সুদের হার কার্যকর হবে।

ইবাংলা/এসআরএস 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us