খুলনায় পৃথক বজ্রপাতে নিহত ২

খুলনার দাকোপে পৃথক বজ্রপাতে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। রোববার (১৮ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

Islami Bank

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দত্ত বজ্রপাতে দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— তিলডাংগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাকড়া বুনিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার শেখের ছেলে আজিজুল শেখ (৬২) এবং সুতারখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালাবগী গ্রামের কৃষ্ণ মন্ডলের ছেলে সুজিত মন্ডল (৩৩)।

one pherma

দাকোপ উপজেলায় বজ্রপাতের ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, সুজিত মন্ডলসহ (৩৩) ৪/৫ জন কালাবগী নদীতে মাছ ধরার জন্য জালপেতে অবস্থান করছিলেন। এমন সময় সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে হঠাৎ বজ্রপাতে সুজিত মন্ডল (৩৩) মারা যান। এ সময় আহত হন একই এলাকার মৃত মোমিন গাজীর ছেলে আনিস গাজী (৩৪), ইসমাইল, রিপন বৈদ্য, শাহারিয়া বেগম। আহতদের স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা চলছে বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তিলডাংগা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দীন গাজী জানান, কাকড়া বুনিয়ায় আজিজুল শেখসহ (৬২ ) ৩/৪ জন এক সঙ্গে মৎস্যঘেরের রাস্তায় মাটির কাজ করছিলেন। এমন সময় সকাল আনুমানিক ৭টার দিকে হঠাৎ বজ্রপাতে মারা যান আজিজুল। তবে অন্যদের কোনো সমস্যা হয়নি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us