নাটকেও অশ্লীলতা ঢুকে গেছে: রিয়াজ

চলচ্চিত্রের মতো এখন নাটকে অশ্লীলতা ঢুকে গেছে বলে জানালেন চিত্রনায়ক রিয়াজ। গতকাল শনিবার (১৭ জুন) শিল্পকলা একাডেমিতে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে নাটকে অশ্লীলতার আগ্রাসন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এমন দাবি করেন তিনি।

চলচ্চিত্রের উদাহরণ টেনে রিয়াজ বলেন, ‘সন্ধ্যার পর এফডিসি গেলে ভয় লাগে। এসবের পেছনে অশ্লীলতা দায়ী। এখন নাটকেও অশ্লীলতা ঢুকে গেছে।’

তিনি আরও বলেন, ‘নাটকে যেভাবে কাপড় খুলছে সবাই, কয়েকদিন পর চামড়া খোলা ছাড়া আর কিছু বাকি থাকবে না। নাটকে সরকারি হস্তক্ষেপ নয়, পরিচালকদের হস্তক্ষেপ বেশি দরকার। অশ্লীলতা নিয়ন্ত্রণে দরকার হলে কঠিন পদক্ষেপ নিতে হবে আমাদের।’

ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেত্রী নাজনীন হাসান চুমকী , নাট্যকার সংঘের সভাপতি হারুন রশীদ, প্রযোজক মনোয়ার পাঠানসহ আরও অনেকে। আলোচানায় টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে নাটকে অশ্লীলতার আগ্রাসনের বিরুদ্ধে সরব হন তারা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us