চীনের সাবেক উপ প্রধানমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির নেতা ঝাং জেলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। দেশটির টেনিস তারকা পেং শুয়াই এ অভিযোগ করেন। পার্টির নেতার বিরুদ্ধে এমন অভিযোগে চীনের কমিউনিস্ট পার্টির ভিতরে শুরু হয়েছে তোলপাড়। খবর -বিবিসি
শারীরিক সম্পর্কে যেতে ‘জোর করেছেন’ ঝাং জেলি, এমনটাই অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, পেং শুয়াই। এরইমধ্যে সে পোষ্ট চীনের ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে যদিও ততক্ষণে পোস্ট ভাইরাল হয়ে গেছে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দ্বৈত টেনিসে সাবেক নাম্বার ওয়ান পেং শুয়াইকে সার্চ ইঞ্জিনেও নিষিদ্ধ করেছে চীন। পেং ঝাং জেলির বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে যারা ওয়েইবোতে পোস্ট করছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও এসেছে।
পেং শুয়াই জানান, কোনো এক বিকেলে টেনিস গ্রাউন্ড থেকে তাকে একপ্রকার ‘জোর’ করেই নিজের বাড়িতে নিয়ে যান ঝাং জেলি। সেখানে যৌন সম্পর্ক স্থাপনে তাকে ‘জোর’ করেন শীর্ষ এই রাজনীতিবিদ।
‘আমার কাছে প্রমাণ নেই। আমার পক্ষে তো তখন কোনো প্রমাণ নিয়ে বেরিয়ে আসা সম্ভব ছিল না। সেদিন বিকেলে আমি ভীষণ ভীত ছিলাম। আমি অনেকদিন খেলায় মনযোগ দিতে পারিনি। আমি বলছি, সেদিন বিকেলে আমার এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল।’
টেনিস ক্যারিয়ারে পেং শুয়াই তাইওয়ান টেনিস তারকার শিয়েই সি উয়েইর সঙ্গে যৌথভাবে দুটি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন, যার প্রথমটি তিনি পেয়েছিলেন ২০১৩ সালে উইলম্বডনে, দ্বিতীয়টি আসে ২০১৪ সালে রোনাল্ড গ্যারোস টুর্নামেন্টে।
৭৫ বছর বয়সী ঝাং জেলি ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চীনের উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চীনের প্রেসিডেন্ট শিং জিনপিংয়ের ঘনিষ্ট হিসেবেও খ্যাতি রয়েছে তার। গুরুতর এ অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ঝাং জেলি।
ইবাংলা/টিপি/ ৪ নভেম্বর, ২০২১