বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদেঅন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। মঙ্গলবার (২০ জুন) দুপুরে বান্দরবান কেন্দ্রীয় দুর্গামন্দির সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে রথযাত্রার শুভউদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি
বান্দরবান প্রতিনিধি:বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদেঅন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। মঙ্গলবার (২০ জুন) দুপুরে বান্দরবান কেন্দ্রীয় দুর্গামন্দির সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে রথযাত্রার শুভউদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ।
পরে শহরের প্রধান সড়ক থেকে একটি মহাশোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায়সনাতন ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে নেচে গেয়ে রথযাত্রা উৎসবের মেতে উঠেন। পরেনারী-পুরুষ ও শিশুসহ রথযাত্রা টেনে শহরে প্রধান সড়ক হয়ে বালাঘাটা কালী মন্দিরেগিয়ে শেষ হয়। আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে শেষ হবে এই রথযাত্রাউৎসব।
আরওপড়ুন… জেনে নিন মেসির মায়ামিতে বেতন কতো
এসময় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সদর উপজেলাচেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক ওপার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তিদাশ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর,
পৌর আওয়ামীলীগের সাধারণসম্পাদক শামসুল ইসলাম্#৩৯;সহ হিন্দু ধর্মাবলম্বীদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়।এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। রথযাত্রা একেক অঞ্চলে একেক নামেপরিচিত। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.