বান্ধবীর সঙ্গেই বিয়ের পিড়িতে ক্রিস্টেন স্টুয়ার্ট

বিনোদন ডেস্ক

বহু জলপনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজ বান্ধবীর সঙ্গেই জীবন শুরুর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। দুই বছরের প্রেমের পাঠ চুকিয়ে বিয়ে করতে যাচ্ছেন ‘টোয়াইলাইট’ সিনেমাখ্যাত এ তারকা অভিনেত্রী।

Islami Bank

নতুন জীবনে তার সঙ্গি অভিনেত্রী ও লেখক ডিলান মেয়ার। এরই মধ্যে বাগদান সেরে ফেলেছেন তারা। সম্প্রতি এসেছে বিয়ের ঘোষণা। দুই নারীর প্রেম ও বিয়ে নিয়ে হলিউডে চলছে জোর আলোচনা।

সম্প্রতি ‘দ্য হাওয়ার্ড স্ট্রান’ শোয়ে বিয়ের পরিকল্পনার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমরা বিয়ে করছি। চেয়েছিলাম, সে আমাকে প্রস্তাব দিক, এটি নিয়ে ভেবেও রেখেছিলাম। আর সে যা করেছে তাতে আমি মুগ্ধ। সে বুঝতে পেরেছিলো আমার কি প্রয়োজন।’

one pherma

ক্রিস্টেন এবং ডিলানকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৯ সালের আগস্টে। একই বছরের অক্টোবরে তারা একে অপরকে চুম্বন করার একটি সাদাকালো ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন।

প্রসঙ্গত, এর আগে ‘টোয়াইলাইট’ সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী।২০১৭ সালে তিনি জানান, তিনি বাইসেক্সুয়াল।

 

ইবাংলা/টিপি/ ৪ নভেম্বর, ২০২১

Contact Us