জন্মদিনে শাহরুখকে শুভেচ্ছা জানাননি কাজল,
বিনোদন ডেস্ক
বলিউডের আইকনিক জুটি শাহরুখ খান ও কাজল। নব্বইয়ের দশকে রোমান্টিক বলিউড সিনেমা মানেই এই জুটি। অনস্ক্রিন রোম্যান্স থেকে তাদের সম্পর্কটা বন্ধুত্বে গড়াতে সময় লাগেনি। বর্তমানে এই জুটিকে সিনেপর্দায় খুব একটা দেখা না গেলেও অফস্ক্রিনে তাদের বন্ধুত্ব আজও অটুট।
২ নভেম্বর শাহরুখ ভক্তদের কাছে একটি বিশেষ দিন। কারণ এই দিনটিতেই ছিল কিং খানের জন্মদিন। সারাদিন অসংখ্য শুভেচ্ছা বার্তায় ভরে যায় শাহরুখের সোশ্যাল মিডিয়া। কিন্তু পুরোনো এই বন্ধুর সদ্য পার হওয়া ৫৬তম জন্মদিনে কোনও শুভেচ্ছা জানাননি কাজল।
কিন্তু কেন? এই প্রশ্নটিই কাজলকে হঠাৎ করে করে বসলেন এক নেটিজেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আস্ক মি এনিথিং সেশন করেছিলেন কাজল। সেখানেই এক ভক্ত এই প্রশ্ন করেন তাকে।
জবাবে কাজল বলেন, আমি আর কি শুভেচ্ছা জানাব? আমার মনে হয় তার সব আশা সত্যি হয়েছে যখন তার ছেলে বাড়ি ফিরেছে।
প্রসঙ্গত, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় হাজত খেটে গত শনিবার (৩০ অক্টোবর) জামিনে বাড়ি ফিরেছেন। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে বাজিগর, কুছ কুছ হোতা হ্যায়, মাই নেম ইজ খান, কাভি খুশি কাভি গম ও দিলওয়ালের মতো বেশ কয়েকটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ-কাজল জুটি। শাহরুখ প্রযোজিত ওম শান্তি ওম ও জিরোর সিনেমায় অতিথি চরিত্রে উপস্থিতি ছিল কাজলের।
ইবাংলা/এএমখান/০৪ নভেম্বর, ২০২১