‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার হচ্ছে’

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক জোরদার হবে বলে জানিয়েছেন আমেরিকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২২ জুন) এক ইনস্টাগ্রাম পোস্টে এ কথা জানান তিনি।

Islami Bank

ইনস্টা পোস্টে তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে।

আরও পড়ুন>> আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

এছাড়াও হোয়াইট হাউজের বেলকনিতে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায় জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে দাঁড়িয়ে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

one pherma

২০ থেকে ২৫ জুন আমেরিকা ও মিশরে রাষ্ট্রীয় সফরে গেছেন নরেন্দ্র মোদি। তার এই গুরুত্বপূর্ণ সফরটি নিউইয়র্ক থেকে শুরু হয়েছে। যেখানে তিনি ২১ জুন জাতিসংঘের সদরদপ্তরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নেন। প্রধানমন্ত্রী মোদি যোগ দিবসের অনুষ্ঠানের পর ২২ জুন ওয়াশিংটন ডিসিতে যান। তাকে হোয়াইট হাউসে ঐতিহ্যবাহী সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদির জন্য এক নৈশভোজের আয়োজন করেন জো বাইডেন এবং জিল বাইডেন। এ সময় মোদি উপহারগুলো বাইডেন ও তার স্ত্রীর হাতে তুলে দেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us