ব্রাজিল-আর্জেন্টিনার উত্তেজনার ম্যাচ ড্র

খেলাধুলা ডেস্ক: ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা।

Islami Bank

বৃহস্পতিবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু মর্যাদার এই লড়াইয়ে জয় পায়নি কেউই। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে তারা।

আরও পড়ুন>> বাংলাদেশকে সম্মান এনে দিয়েছে আ. লীগ: প্রধানমন্ত্রী

ম্যাচটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ সময় রাত ৩টায়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। উভয় দলের পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ বি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

one pherma

মর্যাদাপূর্ণ ম্যাচের শুরুতে দিয়াজের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। গোলরক্ষক খেলোয়াড় ব্রুনো বেটোনির গোলে ম্যাচে সমতা ফেরায় আর্জেন্টিনা। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। কিন্তু কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

এর আগে, বুধবার ইকুয়েডরকে ৩-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল উরুগুয়েকে ৭-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে ওঠে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us